জাবির স্নাতক প্রথম বর্ষের অনলাইনে ক্লাস শুরু ৯ মার্চ

আয়েশা সিদ্দিকা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৯ মার্চ থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ০৯-০৩-২২ তারিখ বুধবার থেকে শুরু হবে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল প্রাপ্তির জন্য তারিখ ০৮-০৩-২২ থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত https://dev1.junivserver.com/ লিংক হতে প্রাপ্ত নির্দেশাবলি অনুসরণপূর্বক https://www.juniv.edu/student-email/apply লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।