ঢাবির হল খোলার সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ৫ অক্টোবর থেকে অবস্থান করার বিষয়টি প্রাথমিকভাবে চুড়ান্ত করা হয়েছিল।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডার্ড কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় এটি চূড়ান্ত করা হবে।
গতরাতে সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণশাধ্যমকে জানিয়েছিলেন, সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ও মাস্টার্সের শিক্ষার্থীদের ৫ অক্টোবর সকাল ৮টা থেকে অন্তত এক ডোজ টিকা নেওয়ার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে আবাসিক হলে ওঠানোর সুপারিশ করা হয়।

একইসঙ্গে ২৬ সেপ্টেম্বর থেকে এই দুই বর্ষের শিক্ষার্থীরা বিভাগের সেমিনার ও কেন্দ্রীয় লাইব্রেরি স্বাস্থ্যবিধি মেনে ব্যবহার করতে পারবে।