রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৬ মে)। আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শুরু হবে। প্রথম দিন ১২১৪৬ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবেন।

শুক্রবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন।

তিনি বলেন, শনিবার (৬ মে) ‘খ’ ইউনিটের পরীক্ষায় ১২১৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ১২ মে ‘ক’ বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ‘গ’ ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।