‘শুধুমাত্র পাস করলেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি নয়’

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করলেই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির নিয়ম আর থাকছে না। এখন থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে মেরিট অনুযায়ী ৫ জন ভর্তি হওয়ার যোগ্য হবেন। সে অনুযায়ী বেসরকারি মেডিকেলের ৬ হাজার ৭৭২টি সিটের বিপরীতে মেরিটে ৩৩ হাজার ৮৬০ এর মধ্যে থাকলে ভর্তির ক্ষেত্রে যোগ্য হবেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধ, অনলাইন মনিটরিং বিষয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ বছর যারা পাস করে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবেন, সেখানে আমরা কিছুটা পরিবর্তন এনেছি। আগে পাস যতই করুক সবাই ইলিজেবল (ভর্তিযোগ্য) হতো। গত বছর ৮০ হাজার পাস করেছিল। ৮০ হাজারই ভর্তির যোগ্য ছিল।’

ভর্তির জন্য এ বছর আমরা সেটাকে কমিয়ে ওয়ান ইজ টু ফাইভ করেছি অর্থাৎ একটা সিটের জন্য পাঁচজন করে আমরা কনফিগারেশন করব মেরিট অনুযায়ী। অর্থাৎ তাতে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর মধ্য থেকে বেসরকারি ৬ হাজার ৭৭২টি সিটে ভর্তি হতে পারবে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

Related posts:

টিএসসিতে ছাত্রীদের নামাজের জায়গা নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসছে 
সিত্রাংয়ের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি
শাবিতে শিক্ষার্থীদের অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ
বাংলাদেশ ও গ্রিসের মধ্যে সাংস্কৃতিক-শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি
শ্রেণি কক্ষের শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে হবে 
করোনায় স্কুল ছেড়েছে ৩৫ শতাংশ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭৮ শিক্ষার্থী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত পরীক্ষা হলের উদ্বোধন
৩৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির নিষেধাজ্ঞা
নতুন কারিকুলাম: আরও পিছিয়ে পড়বে কিন্ডারগার্টেন স্কুল