নকল প্রসাধনী জব্দ, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দেশি-বিদেশি নকল প্রসাধনী জব্দ করে কারখানার মালিককে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার হালসা ইউনিয়নের ফুলশর গ্রামের ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ওই যৌথ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র‌্যাব। এ সময় ফুলশর গ্রামের ফয়েজ উদ্দিনের (৬১) বসতবাড়িতে অবৈধ ভাবে প্রস্তুত ৪১ হাজার ৯০০ পিস নামি-দামি দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে ওই শুভ এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাজশাহীর পুঠিয়া উপজেলার পালপাড়া গ্রামের মহিউদ্দিন কাজলকে (৪৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ওই সময় জব্দকৃত সামগ্রী ধ্বংস করা হয়।