পুকুর তৈরিতে ঝুঁকেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান মালিকরা

চাঁপাইনবাবগঞ্জ মানেই আমের রাজ্য। আমের জন্য বিখ্যাত হলেও সেই অনুযায়ী দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। তাতে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। একদিকে অধিক সংখ্যক আম বাগান তৈরি অন্যদিকে বাজার অব্যবস্থার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। যার কারণে আমের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষোভে গাছ কেটে অন্য বাগান তৈরি করছেন বাগান মালিকরা।

পুকুরিয়া এলাকার বাগান মালিক সুজা মিঞা জানান, আমের ন্যায্য মূল্য না পেয়ে ৩০ বছর বয়সী প্রায় ১২টি আম গাছ কেটে ফেলতে হয়েছে। ওই আমের বাগানে অন্য ফসল আবাদ করার কথা ভাবছেন তিনি।

শিবগঞ্জ, রানিহাটী, মনাকষা, চৌধুরীপাড়া ও সদর উপজেলার ইসলামপু, গোমস্তাপুর এলাকায় বেশ কিছু আম বাগান কেটে ফেলার চিত্র দেখা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকে বাগান কেটে ফেলছেন। মূলত বাগান কেটে পুকুর তৈরিতে ঝুঁকেছে চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিকরা।