অবৈধ গ্যাস সংযোগ, কারখানা সিলগালা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় লোহা গলানোর চুল্লি (ভাট্টি) ব্যবহৃত তিনটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও একটি কারখানা সিলগালা করা হয়েছে। কারখানা মালিককে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেলপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।

তিনি বলেন, আবাসিক এলাকায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে ঝুঁকিপূর্ণ লোহা গলানোর চুল্লি (ভাট্টি) ব্যবহার করায় তিনটি ঢালাই কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি কারখানা সিলগালা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।