দুই এক দিনের মধ্যে তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ডিজেল আমদানিতে শুল্ক কমানোর কারণে আগামী দুই-এক দিনের মধ্যে দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

সোমবার (২৯ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘দাম বিশ্ববাজারে অনেকটাই বেড়েছে এমন পরিস্থিতিতে কতটুকু কমবে সেটা এই মুহূর্তে বলা যাবে না। আমাদের ধারণা ছিল বিশ্ব বাজারে দাম নিচের দিকে থাকবে। গত কয়েক দিন ধরে দাম অনেক ঊর্ধ্বমুখী।’ 

৫ শতাংশ ট্যাক্স কমেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানির দাম আমরা কতটুকু কমাতে পারব তা বিশ্লেষণ করা হচ্ছে। পরিশোধিত ডিজেলের ব্যারেলপ্রতি দাম উঠেছে ১৫০ ডলারে। তাই কতটুকু সমন্বয় হবে তার বিচার-বিশ্লেষণ চলছে।

এর আগে সকালে জ্বালানি তেলের দাম কমার বিষয়ে জানতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ রহমান।