বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড করলো বিউবো

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: একদিনের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদনে অতীতের রেকর্ড ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। তবে বুধবার রাত ৯টার দিকে সেটাকে ছাড়িয়ে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, মঙ্গলবারের রেকর্ড ছাপিয়ে গেল বুধবারের উৎপাদন। রাত ৯টার রিপোর্ট অনুযায়ী দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। যা বাংলাদেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড।

এদিকে এক ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল- যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।

২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র তিন হাজার ২৬৮ মেগাওয়াট।