রাজধানীজুড়ে গ্যাসের সংকট

ভোক্তাকন্ঠ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাসের সমস্যায় পড়েছেন। বলতে গেলে রাজধানীজুড়েই চলছে গ্যাসের তীব্র সংকট। গত ১২ জানুয়ারি থেকে এ সংকট আরও ব্যাপকতা পায়। তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। নির্ধারিত সময়ের পর আরও দশ দিন পার হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।

জানা গেছে, গ্যাসের এ সংকট রাজধানীর মিরপুর, আগারগাঁও, শেওড়াপাড়া, রামপুরা, রায়েরবাজার, যাত্রাবাড়ী, শনির আখড়া, চিটাগাং রোড, খিলগাঁও, মুগদা, বাড্ডা ও ইস্কাটন এলাকায় বেশি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, রাজধানীতে সরবরাহের জন্য দুটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস নিয়ে আসা হয়। এর মধ্যে একটি টার্মিনালে সমস্যা দেখ দিয়েছে। যে কারণে অর্ধেক গ্যাস আসছে। এতেই রাজধানীজুড়ে এ সংকটের সৃষ্টি হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মোহা. শবিউল আওয়াল এ বিষয়ে  বলেন, ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ‘এলএনজি’ ইমপোর্টে কাজ করা দুটি টার্মিনালের একটিতে মেরামতের কাজ চলছে। এ কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘কাজ চলছে, মেরামত শেষ হলে আশা করা যায় গ্যাসের সংকট কমে আসবে। আমরা যতদূর জানতে পেরেছি, কাজ শেষ হয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। এরপর টার্মিনাল থেকে সাপ্লাই শুরু হলে গ্যাসের সংকট কেটে যাবে।’