নবায়নযোগ্য জ্বালানিতে ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: জীবাশ্ম জ্বালানির বিপরীতে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে আগ্রহ দেখিয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক। এ জন্য দেশে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় ক্লিন এনার্জি নির্ভর এ দেশটি।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ডেনমার্ক সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে বাংলাদেশে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে, যেখানে বিদেশি ও দেশীয় উভয় ধরনের বিনিয়োগ প্রয়োজন। তাঁর সরকার দেশে দারিদ্র্যের হার অনেকাংশে কমিয়ে এনেছে।’

উইনি ইস্ট্রুপ পিটারসেন বলেন, ‘দুই দেশ মানব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। আমরা সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি।’

প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ৫০ বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এর আগে গত রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন উইনি এসট্রোপ পিটারসন।

এ সময় অফসোর উইন্ড (সমুদ্র থেকে বায়ু বিদ্যুৎ) থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করে বিদায় এ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ব্লু-ইকোনমিতে সহযোগিতা করতে ডেনিশ কোম্পানিগুলো খুবই আগ্রহী।

-এসএম