‘এবারের বিডিং ডকুমেন্ট খুবই আকষর্ণীয়’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, এবারের উৎপাদন বন্টন চুক্তি ও বিডিং ডকুমেন্ট খুবই আকষর্ণীয়। মাল্টি ক্লাইয়েন্ট সার্ভের জন্যও তারা ভালো তথ্য পাবে। তাছাড়া এই এলাকা শান্ত ও দ্বন্দ্বহীন। প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। বিনিয়োগের জন্য উত্তম।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অফশোর রাউন্ড-২০২৪ নিয়ে প্রচারণামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মু: জিয়াউর রহমান এমপি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ৯টি ব্লক নিয়ে এবারের বিডিং রাউন্ডটি বিডারদের কাছে আকষর্ণীয় করার উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে শর্তসমূহ বিডারদের অনুকূলে। স্বচ্ছতা নিশ্চিত, টেকসই ও সততার সাথে করা হয়েছে; যা তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সহায়ক পরিবেশ নিশ্চিত করবে। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের জন্য জ্বালানির চাহিদা উত্তরোত্তর বাড়ছে। গ্যাসের চাহিদা পূরণে সম্মিলিত ও সমন্বিত ভাবে এই বিডিং কার্যক্রম দ্রুততার সাথে ও স্বচ্ছতার সাথে শেষ করতে হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নূরুল আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মাঝে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার ও যুক্তরাজ্যের টিজিএম কোম্পানির সিনিয়র জিওলজিষ্ট এলিজাবেদ গিলবার্ড বক্তব্য রাখেন।

-এসএম