কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি নামক একটি বাণিজ্যিক জাহাজ। ৫১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশী পতাকাবাহী ওই বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় ভিড়ে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিষ্টিকের অপারেশন ম্যানেজার খন্দকার রিয়াজুল আলিম জানান, এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি জাহাজটি গত ১০ জানুয়ারী ইন্দোনেশিয়া থেকে কয়লা বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মোংলা বন্দরের হারবাড়িয়া ৭ নম্বরে নোঙ্গর করে।

তিনি জানান, দুপুরের পালা থেকে জাহাজে থাকা কয়লা লাইটারে খালাস শুরু হয়। এরপর খালাসকৃত কয়লা নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রে সংরক্ষণ করে ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদন কাজে।