কড়াইল বস্তিতে আজ টিকা পেলেন ৪০২৯ জন

ভোক্তাকন্ঠ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন কড়াইল বস্তি এলাকায় ডিএনসিসির উদ্যোগে আজ (বুধবার) ৪ হাজার ২৯ জনকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, রাজধানীর বনানী এলাকায় কড়াইল বস্তিতে আজ ৪ হাজার ২৯ জনকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যে ডিএনসিসি এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই টিকা গ্রহণ করতে পারছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ১১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বস্তির কমপক্ষে ৮০ শতাংশ মানুষ কোভিড-১৯ এর টিকা গ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন কড়াইল বস্তি এলাকায় ৬ হাজার ৩২১ জন মানুষকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছিল।