জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ১৫৭১, মৃত্যু ৯

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ৩১ জুলাই সকাল ৮ টা থেকে ১ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত নতুন ভর্তি রোগী ৮৭। আক্রান্তদের ৬৬ জনই ঢাকার। ঢাকার বাইরে ২১ জন।

সোমবার (১ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ৭৪৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২ হাজার ৩৯৩জন। এর মধ্যে শুধু জুলাই মাসে আক্রান্ত হয়েছে ১৫৭১ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকায় ২৬৭ জন এবং ঢাকার বাইরে ৭৭ জন।

সোমবার ঢাকা শিশু হাসপাতাল গিয়ে দেখা যায়, ডেঙ্গু কর্নারের ১২টি বেডই রোগীতে পরিপূর্ণ।

হাসপাতালের আবাসিক চিকিৎসক রিজওয়ান আহসান বিপুল জানান, প্রতিদিনই ৩-৪টি শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এটা আগামী আগস্ট-সেপ্টেম্বরে আরও বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

হাসপাতালটিতে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু নিয়ে ২১ শিশু চিকিৎসা নিলেও চলতি মাসেই ভর্তি হয় অর্ধশতাধিক। বর্তমান সময়ে শিশুর জ্বর হলে অবহেলার সুযোগ নেই জানিয়ে চিকিৎসকদের পরামর্শ দ্রুত ডেঙ্গু পরীক্ষার।

শিশু হাসপাতালে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু নিয়ে ২১ শিশু চিকিৎসা নিলেও চলতি মাসেই ভর্তি হয় অর্ধশতাধিক।