ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসিকে সহযোগিতা করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে কাজ করতে চায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ সোমবার ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে নগরভবনে সাক্ষাৎ করে এ আগ্রহ ব্যক্ত করেছেন ডব্লিউএইচও’র বাংলাদেশ প্রতিনিধি ডা. বার্ধন জং রানা। এ সময় মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির নেওয়া কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরজুড়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল খুঁজে বের করে ধ্বংস করা হয়েছে। ড্রোন ব্যবহার করে ছাদে পানি জমে আছে কিনা বা মশার প্রজননক্ষেত্র আছে কিনা সেটি মনিটরিং করা এবং ছাদ বাগানের তালিকা প্রণয়ণ করা হয়েছে। সঠিকভাবে ছাদ বাগান করার বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।’

এ সময় ডা. বার্ধন জং রানা ডিএনসিসির গৃহীত উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, ‘নগরের জনগণের স্বাস্থ্য, বিশেষ করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই আন্তরিক। ডিএনসিসির আওতাধীন এলাকার ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কাজ করতে আগ্রহী। বিশেষ করে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে ডিএনসিসিকে সহযোগিতা প্রদান করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’