দেশে ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ১ হাজার ১৬২ জন

অনলাইন ডেস্ক: ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ১৬২ জন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ১৯ জন।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ১৩ জন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে, খুলনা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন। আর মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন।

গতকাল মঙ্গলবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা জানানো হয়েছিল ৯৬৯ জন। আজকের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৭ হাজার ৮২২ জন শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় ২১৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।