২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি আরো ৯২ জন

ভোক্তাকন্ঠ রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯ জন ঢাকার বাইরের।

এ নিয়ে চলতি বছর দেশে মোট ৩ হাজার ৪০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

রোগীদের মধ্যে ৩৬৯ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭২ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৪ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

কিটতত্ত্ববিদ্যা বলছেন, আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, জুলাইয়ের চেয়ে আগস্ট ও সেপ্টেম্বরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। এই ধরনের আবহাওয়া এডিস মশার প্রজননের জন্য সহায়ক। ফলে ২০১৯ সালের ন্যায় ডেঙ্গুর প্রকোপ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।