কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মেরুল বাড্ডায় ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা মাছ-মাংস রাখা এবং বাসি খাবার রেখে দেওয়ার অপরাধে একটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার মেরুল বাড্ডার মোজাদ্দেদী হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম।

ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ভোক্তাকণ্ঠকে বলেন, ‘হোটেলটিতে ফ্রিজের মধ্যে একই সঙ্গে কাঁচা মাছ-মাংস, তরকারি এবং রান্না করা মাছ-মাংস, তরকারি পাওয়া গেছে। এছাড়াও (পলিথিনে করে) আগের দিনের বাসি ডাল, কিমা, তরকারি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিলো বিক্রির উদ্দেশ্য, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ জন্য হোটেলটিকে সতর্কতামূলক ভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং বাড্ডা থানার পুলিশ সদস্যরা।