কাওরান বাজারে বিএসটিআই’র অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর কাওরান বাজারে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে শনিবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মুড়ি পণ্য বিএসটিআই’র সিএম সনদ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে কাওরান বাজার কিচেন মার্কেটে বিক্রমপুর স্টোর, মনির ফুড প্রোডাক্টস ও আল্লাহর দান সোহাগ স্টোর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, ওই এলাকার বিভিন্ন খেজুর, মুড়ি, চাল, ডাল, মাছ, মাংস ও মুরগীর দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. খাইরুল ইসলাম ও পরিদর্শক (মেট) আহমেদ হোসেন।