কাপ্তান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বড় কোম্পানিগুলো মুরগির দাম কমানোর পর পাইকারি বিক্রেতারা দাম কমিয়েছে কি না তা যাচাইয়ে রাজধানীর কাপ্তান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজারটিতে অভিযান শুরু করে সরকারি এই তদারকি সংস্থাটি।

অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

আরও রয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।

শুধু মুরগিই নয়; এর সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার তদারকিও করা হচ্ছে এই বিশেষ অভিযানে। তবে অভিযান শুরু হয় মুরগির বাজারে তদারকির মধ্য দিয়ে।

অভিযানের শুরুতে ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কাপ্তান বাজার হচ্ছে মুরগির অন্যতম পাইকারি বাজার। সম্প্রতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রমজান উপলক্ষে মুরগির দাম কমিয়েছে। পাইকারি বিক্রেতারা সেটি মানছেন কি না তা তদারকি করতেই আজকে কাপ্তান বাজারে আসা। অন্যান্য পণ্যের বাজারেও তদারকি করা হবে।