খাবার হোটেলে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চুয়াডাঙ্গার দুই হোটেল মালিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মনি হোটেল ও মজিদ হোটেলকে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক সজল আহমেদ।

সজল জানান, বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মনি হোটেল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার রাস্তার পাশে ধুলাবালুর মধ্যে খোলা অবস্থায় রেখে দেওয়া, স্বাস্থ্যবিধির অভাব ও তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে হোটেল মালিক মো. জয়নাল আবেদিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা আরও বলেন, একই অপরাধে মেসার্স মজিদ হোটেলের মালিক মো. মজিদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দুটি হোটেলকেই তিন দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।