চকবাজারে বিএসটিআই’র অভিযান, কারাদণ্ডসহ জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর চকবাজারে অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ডসহ আরেকজনকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে সোমবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হেয়ার অয়েল, ডাবর আমলা, নভোরত্ন, প্যারাসুট ও বেলিফুল পণ্য অন্যের ব্র্যান্ড নকল করে অবৈধ ভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে চকবাজারের হরনাথ ঘোষ রোডের ইব্রাহীম এন্টারপ্রাইজকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও, বাড়ির মালিককে অবৈধ কারখানা ভাড়া দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া ও পরিদর্শক (মেট) মো. রফিক।