চার কয়েল কারখানাকে জরিমানা বিএসটিআই

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অনুমোদন ছাড়া কয়েল উৎপাদন করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সবমিলিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে বিএসটিআই।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই আইন ২০১৮ অনুসারে মশার কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ নেওয়া বাধ্যতামূলক। সনদ নেওয়া ছাড়া কয়েল উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাত করা আইনত অপরাধ। এই অপরাধে মাতুয়াইলের রায়েরবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলেয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় এম কে ইন্টারন্যাশনাল, শোভা কনজ্যুমার ও সুফিয়া কেমিক্যালকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।