চিংড়ি মাছে জেলি পুশ, ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বগুড়া ফতেহ আলী বাজারে চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারি পরিচালক ইফতেখারুল আলম এ অভিযান পরিচালনা করেন।

বগুড়া ফতেহ আলী বাজারে চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারি পরিচালক ইফতেখারুল আলম এ অভিযান পরিচালনা করেন।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বগুড়ার ফতেহ আলী বাজারে কিছু ব্যবসায়ী মাছে জেলি পুশ করে অধিক মুনাফার আশায় অবৈধভাবে ব্যবসা করে আসছে। এতে ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য হুমকির সম্মুখিন। বিষয়টি আমলে নিয়ে মাঠে নামেন ভোক্তা অধিকারের টিম। ঘটনার সত্যতা পেয়ে শাকিল মাছ ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করে। সেই সাথে প্রায় ২০ কেজি জেলিযুক্ত মাছ ধ্বংস করা হয়।

ইফতেখারুল আলম রিজভী বলেন, মানুষ যেন প্রতারিত না হন ও নিরাপদ খাদ্যের নিশ্চিতকরণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।