চিনির দাম বেশি রাখায় চট্টগ্রামে ২ পাইকারি প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বড় পাইকারি বাজার পাহাড়তলীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এ অভিযান চালায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে কম দামে কিনে বেশি দামে চিনি বিক্রি, চিনির মূল্যতালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখার অভিযোগে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা এবং উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নাসরিন আকতার বলেন, বর্তমানে বাজারে চিনি নিয়ে একটি সমালোচনা চলছে। এখানে কিছু অসৎ ব্যবসায়ী বেশি দামে চিনি বিক্রি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চলাচ্ছে। প্রাথমিকভাবে আমরা অভিযান চালিয়ে তাদের জরিমানা ও সতর্ক করেছি। পুনরায় অভিযানে এসে একই অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।