দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: এ এম কনজ্যুমার এবং খান এন্ড চৌধুরী ফিলিং স্টেশন নামের দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার রাজধানীর সিদ্ধিরগঞ্জ ও কদমতলী এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এ এম কনজ্যুমার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে ডিজেল পণ্য প্রতি ১০ লিটারে ৪০ মিলি পরিমাপে কম প্রদান করায় খান এন্ড চৌধুরী ফিলিং স্টেশন কে ৫০ হাজার টাকা জরিমানা ও  ডিজেল ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করে দেয়া হয়।