বাণিজ্য মেলায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বাণিজ্য মেলায় অধিদপ্তরের উপপরিচালক (গবেষণাগার) রিনা বেগম এবং সহকারী পরিচালক মো. হাসানুজ্জামানের নেতৃত্বে দুটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

মনিটরিং এর পাশাপাশি দুটি অভিযোগ নিষ্পত্তি করা হয়। যার একটি আপোষ মীমাংসায় ও একটিতে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, অধিদপ্তরের কর্মচারীবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।