কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস: ১৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা মাছ-মাংস রাখা এবং পচা-বাসি খাবার রেখে দেওয়ার অপরাধে রাজধানীর একটি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৮ ডিসেম্বর) কাটাবন মোড়ের চিংড়ি হোটেলকে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।

এবিষয়ে শাহ আলম বলেন, হোটেলটিতে ফ্রিজের মধ্যে একই সাথে কাঁচ মাছ-মাংস, তরকারি এবং রান্না করা মাছ-মাংস, তরকারি পাওয়া গেছে। এছাড়াও আগের দিনের বাসি ডাল, সবজি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিলো বিক্রির উদ্দেশ্য এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এজন্য হোটেলটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম, রজবী নাহার রজনী (সহকারী পরিচালক) এবং নিউমার্কেট থানা পুলিশ।