ঝিনাইদহের কালিগঞ্জে অভিযানঃ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ, ৪ সেপ্টেম্বর বুধবারঃ গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে জেলার কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে তদারকি অভিজান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কাজী এন্টারপ্রাইজ কে ৫০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ পুষ্টি সরিষার তেল ও রাঁধুনি কাসুন্দি সংরক্ষণ ও বিক্রির অপরাধে শেখ স্টোরকে ৪০০০ এবং ময়লা, পোকাযুক্ত মিষ্টির শিরা ও পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে লাবনী সুইট এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ৮০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করে হয়। গতকালের অভিযানে সর্বমোট ১৭০০০ টাকা প্রশাসনিক আদায় করা হয়।

মেয়াদোত্তীর্ণ রাঁধুনি কাসুন্দি

বাজার তদারকিকালে, মোট আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহানাজ আক্তার। এছাড়া নিরাপত্তার দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পুলিশের সদস্যরা।