ফ্রিজের একই চেম্বারে ওষুধের সাথে কাঁচা মাছ, দুধ: ভোক্তার জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
ফ্রিজের একই চেম্বারে ওষুধের সাথে কাঁচা মাছ, দুধ রাখার অপরাধে সীমান্তিক ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার রাজধানীর গোড়ান এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান এবং সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম।

অভিযান পরিচালনা কালে দেখা যায়, উত্তর গোড়ানের সিপাহীবাগ এলাকার সীমান্তিক ক্লিনিকে ফ্রিজের একই চেম্বারে ওষুধের সাথে কাঁচা মাছ, দুধ ইত্যাদি সংরক্ষণ করা হয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা করা হয়। এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অপর ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেকে অনুমোদনহীন রং ব্যবহার সহ আরও অপরাধে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল ভোক্তাকণ্ঠকে বলেন, ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরইউ