ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: বরিশালের লঞ্চঘাট এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার সময় এই জরিমানা করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বরিশালের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।

অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় লঞ্চঘাট এলাকার ভাই ভাই সুজ, পরশমণি সুজ ও কালাম সুজকে এক হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি করপোরেশনের স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, জরিমানা করা ছাড়াও ওই এলাকায় বিভিন্ন খাবার হোটেল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। হোটেলগুলোকে সবসময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের মালামাল রেখে অবৈধভাবে যেন ফুটপাত দখল না করা হয় সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সুপারেনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের সদস্যরা।

Related posts:

মিথ্যা ঘোষণায় আনা হচ্ছে কেমিক্যাল, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর
পদ্মা সেতুতে মোটরসাইকেলবাহী পিকআপ বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ
পারফেক্ট ডাইং এন্ড ফিনিশিংকে ৭৫ হাজার টাকা জরিমানা
ফার্মেসী নয় যেন মেয়াদোত্তীর্ণের গুদাম, বন্ধ করল ভোক্তা অধিদপ্তর
খুলনার যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
অপরিচ্ছন্ন পরিবেশ: ‘দ্যা ডাইনিং লাউঞ্জ’কে লাখ টাকা জরিমানা
যে সব পণ্যের দাম কমতে পারে, বাড়তে পারে আসন্ন বাজেটে
করোনায় বাজার নিয়ন্ত্রনে রাজধানীর ১৩ টি বাজারে তদারকিমূলক অভিযান
উদ্বোধন হচ্ছে ১২-১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকাদান
২.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ