পারফেক্ট ডাইং এন্ড ফিনিশিংকে ৭৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় পারফেক্ট ডাইং এন্ড ফিনিশিং নামক একটি প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে দুটি আইনে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে রোববার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ডেমরার সারুলিয়ার বামইল বাজারের পারফেক্ট ডাইং এন্ড ফিনিশিং নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরীক্ষক (টেক্সটাইল) মো. শরীফুল ইসলাম ও পরিদর্শক (মেট) মো. নাজমুস সায়াদত এবং সহযোগীতা করেন ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।