বাণিজ্য মেলায় ৩ প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ধার্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে পণ্য বিক্রি এবং প্রতিশ্রুত পণ্য ও সেবা প্রদান না করায় তিনটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়মিত মনিটরিং-এ নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) রিনা বেগম।

অভিযানে সহযোগিতা করেন সহকারী পরিচালক (অভিযোগ) মুহাম্মদ হাসানুজ্জামান, অধিদপ্তরের কর্মচারীবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।