মিরপুরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

গত বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) মিরপুর ১১ এর সোসাইটি বাজারের কসমেটিক গলির বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কসমেটিক গলির বিভিন্ন দোকানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ গোল্ড, 4k প্লাস, গৌরী, ডা. রাসেল ইত্যাদি ব্রান্ডের নাইট ক্রিম পণ্য বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শন করায় মামলা দায়ের করলে ২৫ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করেন আদালত।

এছাড়াও, ওই বাজারের জুয়েলারি, মুরগী, মুদি, সবজি, মাংস ও মাছ বাজারের বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া গেলেও কোন ওজন যন্ত্রেরই বিএসটিআইয়ের ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক রোববার আবেদনপূর্বক বাজারে ব্যবহৃত সমস্ত ওজন যন্ত্র ভেরিফিকেশন করার অঙ্গীকার করেন।

পল্লবীর নাসির ফুড এন্ড বেকারি নামক প্রতিষ্ঠানে উৎপাদিত ও মোড়কজাতকৃত পাউরুটি, বিস্কুট, কেক পণ্যের সিএম সনদ থাকলেও পণ্য মোড়কজাতকরণ সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে রোববার পণ্য মোড়কজাতকরণ সনদের জন্য আবেদনের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এদিকে, রুপনগর আবাসিক মোড়ের আল-খাব্বাসের বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শনকৃত সকল পণ্যের সিএম ও পণ্য মোড়কজাতকরণ সনদ ও ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন আদালত।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. রফিক আজাদ।