অনুমতি ছাড়া পানি বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অনুমতি ছাড়া পানি বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার ঢাকার দারুস সালাম ও পল্লবী এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এ এন এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা ও শহুরে হাটকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।