রাজধানীতে ২ প্রতিষ্ঠান সিলগালা, ১টিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীতে দুটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে সিলগালা ও একটি খাবারের প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার পরিচালিত অভিযানের মধ্যে মিরপুরের পল্লবী থানাধীন এলাকায় অবস্থিত ফুডল্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে বিস্কুট, চিপস, চানাচুর, লজেন্স, আইস ললিপপ, ফ্রুট ড্রিঙ্কস, এডিবল জেল, সরিষার তেল, নুডলস, মশার কয়েল বিক্রি এবং বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি।

অপর একটি অভিযানে মোহাম্মদপুরে রিভার ভিউ মডেল টাউনে ওয়াটার ড্রপ ড্রিংকিং ওয়াটারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এর মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ছাড়া পানি বিক্রি করছিল।

একই অপরাধে আক্কাছ নগর হাউজিংয়ে কে এস ফুড অ্যান্ড বেভারেজকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।