লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয়, জরিমানা করল বিএসটিআই

ভোক্তাকণ্ঠ ডেস্ক: লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২২ মে) রাজধানীর খিলক্ষেত এলাকায় এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) জান্নাতুল নাঈম, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ দায়িত্ব পালন করেন।

আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য ‌‘স্কীন ক্রিম’ বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর রাজউক ট্রেড সেন্টারে ফেদার টাচ নামের দোকানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ওই মার্কেটে প্রাপ্ত সকল অবৈধ এবং নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রিম পণ্যগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এছাড়াও একই এলাকায় অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।