৯৯ প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানী ঢাকাসহ সারাদেশে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ৯৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট পাঁচ লক্ষ দুই হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

এদিন ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজার অভিযান পরিচালনা করে। অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩৯টি জেলায় ৫৩টি বাজারে একযোগে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

-এসআর