টিসিবির পণ্য বিক্রিতে অব্যবস্থাপনা

রাজধানীর খামারবাড়িতে কঠোর লকডাউনের মধ্যেও ভ্রাম্যমাণ ট্রাক থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়েন স্বল্প আয়ের মানুষরা। টিসিবির পণ্য বিক্রিতে অব্যবস্থাপনা রোধে মাঠ প্রশাসনের কোনো সহযোহিতা পাচ্ছেন না ডিলাররা। আগামী ২৯ তারিখ পর্যন্ত টিসিবির বিক্রি কার্যক্রম চলবে।

পুলিশ প্রশাসন সহযোগিতা করলে আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

প্রতিটি ট্রাকে সর্বোচ্চ বরাদ্দ ৬০০ কেজি মসুর ডাল, ৮০০ কেজি চিনি ও ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল।

ভুক্তভোগী সাধারণ মানুষরা অভিযোগ করেন, দোকানে পণ্যের দাম বেশি। অনেকেরই চাকরি নাই।

পণ্য না পেয়ে ঘুরে গেছেন অনেকেই।পণ্য হাতে পাওয়া নিয়ে শঙ্কায় থাকেন ভোক্তারা। এরই মধ্যে রয়েছে নিয়ম ভঙ্গের নানা অভিযোগ।

পরিচিত লোকদের লাইনে আগে ঢোকানো হচ্ছে। ১০ টাকা করে বেশি নিয়ে অন্যদের আগে পণ্য দেওয়া হচ্ছে।

আরো সংবাদ দেখুন: ট্রেনে কোরবানির পশুডিজিটাল হাট