ভেজাল তেল-গ্রিজ রাখার দায়ে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর ওয়ারী থানা সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ভেজাল ইঞ্জিন অয়েল ও গ্রিজ গুদামজাত ও বিক্রয় করার অভিযোগে তিন প্রতিষ্ঠানের ১০ জনকে মোট নয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি জানান, বৃহস্পতিবার ওয়ারীতে ‘এসকে ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ইঞ্জিন অয়েল ও গ্রিজ গুদামজাত এবং বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির ছয় জনকে জরিমানা করা হয়। তারা হলেন- মাইন উদ্দিন, মো. নাসির উদ্দিন, মো. রিপন হোসেন, মো. ফারুক হোসেন, কাজী জাহিদুল ইসলাম, মো. সম্রাট হোসেন। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই অভিযোগে ‘মৌসুমী ট্রেডার্স’ নাামের প্রতিষ্ঠানের দেবজিৎ রায় ও অভিজিৎ রায়কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা এবং ‘এসকে ট্রেডিং কর্পোরেশন’ নামে প্রতিষ্ঠানের মো. মাহাবুবুর রহমান ও মো. হুমায়ুন কবিরকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, দণ্ডপ্রাপ্তরা তাদের অপরাধ স্বীকার করেন এবং তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণামূলক কার্যক্রম করে আসছেন বলে জানান। প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৩ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।