অভিযান চালিয়ে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ব আম জব্দ

রাজধানীর সবচেয়ে বড় বাদামতলীর বিভিন্ন ফলের আড়তে এসেছে পাকা আম। ভ্রাম্যমাণ আদালত আড়তগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ব আম বাজারজাত করা অবস্থায় পাওয়া যায়। এগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীনের নেতৃত্বে ঢাকার বাদামতলীর বিভিন্ন ফলের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

মোহাইমেনা শারমীন বলেন, অভিযানে ক্ষতিকারক রাসায়নিক ও ফরমালিন মিশ্রিত আমের সন্ধান মিলে। অপরিপক্ব ফলগুলোকে কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। অধিক লাভের আশায় এই ফলগুলো বাজারজাত করছে অসাধু ব্যবসায়ীরা।আগামী ২১ মে থেকে আম বাজারজাত করার সিদ্ধান্ত রয়েছে। একটি অসাধু মহল এর আগেই অপরিপক্ব আম সংগ্রহ করে কেমিক্যাল মিশিয়ে বাজারে অধিক দামে বিক্রি করছে