অর্ধেক জনবল দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অর্ধেক কর্মকর্তা-কর্মচারী (জনবল) দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করা হয়েছে।

সোমাবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সরকারি অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেহেতু গতকাল রাতই সিদ্ধান্ত হলো, তাই পুরোপুরি বাস্তবায়নে দুই-এক দিন সময় লাগবে। এর আগেও প্রাকটিস ছিল এভাবে অর্ধেক সংখ্যা নিয়ে অফিস করা। তাই এবার এ সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা হবে না।’

ফরহাদ হাসান বলেন, ‘বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার দিয়ে বাড়িতে রাখা হবে। তবে, সবাই বাসা থেকেই ভার্চুয়ালি অফিসের কাজ করবেন।’

তিনি বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এর আগে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক জনবল দিয়ে কাজ করিয়েছে। এবারও তারা নিজ দায়িত্বে করবে। সরকারের প্রধান লক্ষ্য করোনা সংক্রমণ কমিয়ে আনা। বাইরে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।