ঈদের জন্য লকডাউন শিথিলের ইঙ্গিত

১৪ই এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন চলছে। তবে ঈদের আগে সর্বাত্মক লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে। তবে চলমান লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে।

প্রথম দফা সর্বাত্মক লকডাউন শেষ হচ্ছে আগামীকাল। এদিন থেকেই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার।এর আগে রোববার করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা রোববার রাতে কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এ সুপারিশ করন।