কখন জ্বলবে চুলা : নারায়ণগঞ্জে গ‌্যাস সঙ্কট

ভোক্তাকণ্ঠ: নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ আশেপাশের এলাকায় আজও গ্যাস বিভ্রাট। এ অঞ্চলে গ‌্যাস সংক্রান্ত সমস‌্যা এখন নিয়মিত বিষয়। তারা গ‌্যাসের জন‌্য চেয়ে থাকে সারাক্ষণ। কখন জ্বলবে চুলা এমন দুঃচিন্তা নিয়ে দিন পার করতে হয় প্রতিদিন তাদের। তিতাস গ্যাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  

তিতাস গ্যাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএ) শনিবার থেকে আজ রবিবার রাত ১০টা পর্যন্ত বাগরাবাদ সিদ্ধিরগঞ্জ গ্যাস লাইনে পিগিং কার্যক্রম করবে। এজন্য নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, মেঘনাঘাট এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। 

প্রসঙ্গত,  এর আগে গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য  নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। কোনও রকম পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন ওই এলাকার লোকজন ও শিল্প কারখানা।

সূত্র: বাংলা ট্রিবিউন.কম