করোনা ঠেকাতে সুরক্ষা সামগ্রীর শুল্ক-কর প্রত্যাহার

অনলাইন ডেস্ক: করোনা মহামারীর প্রকোপ ঠেকাতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে জাতীয় শুল্ক বিভাগ। শনিবার এই সংক্রান্ত আদেশ দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক বিভাগ।

কর  ছাড় পাওয়া ওই সব পন্য তালিকায় থাকছে আইসোপ্রপাইল অ্যালকোহল, জীবানুনাশক, ফেস শিল্ড, সার্জিকাল মাস্ক, ননওভেন ফিলমেন্টস, কোভিড টেস্ট কিটস, মেডিকেল প্রটেকটিভ গিয়ার, গগলস, সারা শরীর আবৃত করার পোশাক ইত্যাদি।

এসব পন্য আমদানি করতে শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে না। আগামী ৩০ জুন পর্যন্ত  এ ছাড় চলবে।

আইআরডির আদেশে বলা হচ্ছে,এ ছাড় সুবিধা পেতে হলে অবশ্যই ইন্ডাষ্ট্রিয়াল আইআরসিভুক্ত ওষুধ কোম্পানি, মেডিকেল ইন্সট্রুমেন্ট উৎপাদক ও পোশাক উৎপাদক হতে হবে।

এর আগে ৬ মে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও সার্জিক্যাল মাস্কের ওপর স্থানীয় উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে।