দেশেই উৎপাদন হবে চীনের টিকা, অনুমতি পেল ইনসেপ্টা

চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে দেশীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। চলতি মাসেই টিকা উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি।

রবিবার (১৬ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ‘ চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ মাসেই তারা (ইনসেপ্টা) কাজ শুরু করবে। তিন চারটি কোম্পানি আবেদন করেছিল। তাদের মধ্য থেকে ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একজন কর্মকর্তা জানান, টিকা উৎপাদনে তারা প্রস্তুত। ২০১১ সাল থেকেই টিকা তৈরি করে আসছে ইনসেপ্টা। করোনার টিকা উৎপাদনেও যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।