পরিবেশ অধিদপ্তরের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: রাজধানীর শ্যামপুর কদমতলী শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান । এসময় ২১টি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি পাঁচ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বিহীন ডাইং ও ওয়াশিং কারখানা, ইলেক্ট্রপ্লেটিং ও মোল্ডিংসহ নানা ধরনের তরল বর্জ্য বুড়িগঙ্গায় অপসারণ করায় ২১টি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি কারখানাকে জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ড. সোহরাব আলী, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম ও কাজী তামজীদ আহমেদসহ উইং-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।