পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৮৫ হাজার ল্যাপটপ

দেশের পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ওয়েব ক্যামেরাসহ ৮৫ হাজার ল্যাপটপ কিনতে যাচ্ছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৪৮৭ কোটি ২১ লাখ টাকা।

বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিতব্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্যে ৮৫ হাজার ল্যাপটপ, পাঁচ হাজার ওয়েব ক্যামেরা, পাঁচ হাজার রাউটার ও পাঁচ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য আইটি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপনের  প্রস্তাব অনুযায়ী অনুমোদন দেওয়া হয়।

ঠিকাদার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তালিকা আগামী সভায় কমিটিকে দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে বলা হয়েছে। সেটা দিলে তখন তা বলা যাবে।’

এনএইচ