বাস ভাড়া কমানোর দাবিতে শাহবাগে অবস্থান ৮ ছাত্র সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া কমানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আটটি প্রগতিশীল ছাত্র সংগঠন।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনগুলো।

এর আগে সকাল পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে ঘোষণা দেয় সংগঠনগুলো।

ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, ‘আজ যেই অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধি তা সাধারণ মানুষের জন্য খুবই মর্মান্তিক। জ্বালানি তেলের দাম কমানো ও বাস ভাড়া কমানোর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শাহবাগ মোড় ছাড়বো না।’

এসময় আরও বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শুভাশীষ চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈন উদ্দিন, বিপ্লবী ছাত্র মৈত্রীর ইকবাল কবীরসহ আরও অনেকে।

সড়কে অবস্থানের ফলে রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হলেও যান চলাচল বন্ধ হয়নি। এ প্রতিবেদন লেখার সময় অবস্থান কর্মসূচি চলছে।